সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল, নোয়াখালী, নোয়াখালী সদর, বেগমগঞ্জ, ভাসানচর, সুবর্ণচর, সেনবাগ, সোনাইমুড়ি, স্বাস্থ্য, হাতিয়া
নোয়াখালীতে করোনায় আক্রান্ত ৬মাসের রেকর্ড ছাড়াল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১ ৩৯৭৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। যা গত ছয় মাসের রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা মোট আক্রান্তের সংখ্যা ৫৯৬০জন। যার মধ্যে নতুন আক্রান্ত শতকরা ৯.৩৬ ভাগ।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৪, সুবর্ণচরে ১, বেগমগঞ্জে ১৮, সোনাইমুড়ীতে ১০, চাটখিলে ৫, সেনবাগে ২, কোম্পানীগঞ্জে ১ ও কবিরহাটে ৩জন রোগী রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯৬০জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৫১২ ও আইসোলেশনে রয়েছেন ৩৫৬জন। গত ২৪ ঘন্টায় জেলার দু’টি ল্যাবে ৫৭৭জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলা করোনায় মোট মৃত্যু ৯২জন। স্বাস্থবিধি মেনে চলতে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালানো হচ্ছে।