লকডাউন মনিটরিং: নোয়াখালীতে ১৩১ মামলায়, লাখ টাকা অর্থদন্ড
- আপডেট সময় : ১০:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ১৯২৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর ৯টি উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে ১৩১টি মামলায় ১ লাখ ৪০ হাজার ৩৯০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ এপ্রিল) দিনব্যাপী জেলার ৯টি উপজেলায় লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মামলা ও অর্থদন্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের প্রথম দিনেই নোয়াখালীর নয় উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন মনিটরিং কার্যক্রম আইন পরিচালনা করে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। এ সময় আইন অমান্যকারী বিভিন্ন ব্যবসায়ী, পরিবহনের যাত্রী, পথচারীকে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড করা হয়। জেলার ৯টি উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১৩১ টি মামলায় ১ লাখ চল্লিশ হাজার তিনশত নব্বই টাকা অর্থদণ্ড করা হয় এবং জনগণের মধ্যে ১০০০ মাস্ক বিতরণ করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, জেলা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট নয় থানার পুলিশ প্রশাসন।
এসময় জেলা পুলিশ, নোয়াখালী, আনসারের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।