পুলিশকে কিল-ঘুষি, কোম্পানীগঞ্জের এক যুবক কারাগারে
- আপডেট সময় : ০৮:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ৬৪০৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড়রাজাপুর গ্রামের বাড়িতে প্রবেশের চেষ্টাকালে এক মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত, ওবায়দুল হক হৃদয় (২২) ফেনীর সোনাগাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চর চান্দিয়া গ্রামের মৃত এমদাদুল হক মানিকের ছেলে।
তার বিরুদ্ধে অনধিকার প্রবেশ, পুলিশের কর্তব্য পালনে বাধা ও পুলিশকে আহত করার অভিযোগে মামলা করেছেন সহকারি উপ-পরিদর্শক ( এএসআই) মো. আলমগীর হোসেন খান।
শনিবার (১০ এপ্রিল) দুপুরে আটকৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার বিকেলে মানসিক ভারসাম্যহীন যুবক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির ভিতরে উঠানে গিয়ে ওই যুবক মন্ত্রীকে খোঁজ করেন। কর্তব্যরত পুলিশ কাদের সাহেব বাড়িতে নেই বলার পরও ওই যুবক জোর করে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত কনস্টেবল মো. নিজাম উদ্দিনকে কিল-ঘুষি দেয়। পরে কর্তব্যরত পুলিশ তাকে আটক করে থানায় সোপর্দ করে।