বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত নোয়াখালীর আমেনা, সকলের সহ যোগীতা পেলে দেখতে পারে বাঁচার স্বপ্ন
- আপডেট সময় : ০৮:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১ ৪৯৩২ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
গত দু বছর যাবত মরণ ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুর গাও গ্রামের বাসিন্দা মোসাম্মদ আমেনা বেগম নামে এক নিরিহ অসহায় মহিলা।
সরজমিনে গিয়ে দেখা যায়, মরণব্যাধি ক্যান্সারে তার দেহের স্তনসহ একাংশ পছে গেছে এবং দেহের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নানাবিধ সমস্যা। গত দুবছর ধরে চিকিৎসা খরচ চালিয়ে বর্তমানে নি:শ্ব তার পরিবার। গরিব অসহায় ও দরিদ্র পরিবারের হওয়ায় সিকিৎসার খরচ বহন করতে পারছেনা আমেনার পরিবারের লোকজন।
এমতবস্তায় সমাজের বিত্তবানদের কাছে সাহায়্যের জন্য প্রার্থনা জানান হতদরিদ্র পরিবারের ক্যান্সার আক্রান্ত আমেনা ও তার পরিবারের লোকজন। আপনাদের সকলের সহযোগীতা পেলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন আমেনা। মুখে হাসি ফিরে পেতে পারে তার দুটি অবুঝ শিশুর।
প্রয়োজনে: যোগাযোগ করুন:
মো: ইয়াছিন রুবেল, ভাতিজা।
সাংবাদিক মো: সেলিম,
প্রতিনিধি ডেইলী অবজারভার, ব্যবস্থাপনা পরিচালক, অনলাইন নিউজ পোর্টাল nkbarta24.com
সাহয্য পাঠাতে পারেন: বিকাশ ও রকেটে: ০১৮২৫-৭৩৯৩৪৮ বিকাশ/নগদ ০১৬৭২-৯৮৫০৭৩, বিকাশ/রকেট ।