সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ২৮৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে অভিযান চালিয়ে মো. হাছান প্রকাশ আহসান (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৪০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে পাংখার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত উপজেলার চর মহি উদ্দিন গ্রামের মৃত ছায়েদুল হকের ছেলে।
চরজব্বার থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আহসানকে ১৪০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।