কোম্পানীগঞ্জে ৩শ পরিবারকে রিভেইল চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার

- আপডেট সময় : ০৭:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ৪৪৫ বার পড়া হয়েছে
প্রতিবেদকঃ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি, দরিদ্র ও অসহায় ৩শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে রিভেইল চ্যারিটি ফাউন্ডেশন।
রবিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন।
এসময় তিনি মহামারি করোনা মোকাবেলায় রিভেইল চ্যারিটি ফাউন্ডেশনের সময়োপযোগী বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং করোনা দূর্যোগে মানুষের পাশে থাকায় ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উপস্থিত ছিলেন, রিভেইল চ্যারিটি ফাউন্ডেশনের আহ্বায়ক শরিফ মো: রাকিব, সদস্য সচিব নুর হাসান পনি , সদস্য শেখ হাসান এবং আবদুল্যাহ আল মামুন প্রমূখ।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে Fight_against_COVID19 ক্যাম্পেইনে নানামুখি উদ্যোগের পাশাপাশি রিভেইল চ্যারিটি ফাউন্ডেশন থেকে সম্প্রতি শতাধিক পরিবারকে ঘরে ঘরে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেয়া হয়।