চাটখিলে রাস্তা থেকে মাদরাসা ছাত্রী অপহরণের ৯ দিন পর উদ্ধার

- আপডেট সময় : ০৪:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ ৬১৬৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালী চাটখিল উপজেলার তালতলা মাদ্রাসার সামনের রাস্তা থেকে মাদ্রাসার (১৫) নামের এক মাদরাসা ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৪ সেপ্টেম্বর উপজেলার ০৮ নং নোয়াখলা ইউনিয়নের তালতলা মাদ্রাসার সামনের রাস্তার উপর থেকে ছয়ানী টবগা (বড় বাড়ীর) ইসমাইল হোসেনের ছেলে জিহাদ (২৫)সহ অজ্ঞাত আরো ২/৩ জন একই উপজেলার লামচর মাদরাসার ছাত্রী (১৫) কে অপহরণ করে নিয়ে যায়। আজ ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৪ নং ওর্য়াড থেকে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভিকটিমের পরিবারের নিখোঁজ অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ নিখোঁজের উদ্ধারের অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারের পর জানতে পারে অপহরণ হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেফতার করা হয়েছে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।