সংবাদ শিরোনাম ::
জীবনের সাফল্য -রুস্তম আলী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১ ২৬৩১৯ বার পড়া হয়েছে
জীবনের সাফল্য
-রুস্তম আলী
জীবনের সাফল্য পাওয়া এক্কেবারে সহজ নয়
যারা জীবনে সাফল্য পেয়েছে তারাই জানে
কতটা পরিশ্রম করতে হয়
আর কতটা ত্যাগ।
সমাজের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে
কতটা বিদ্রুপ শুনতে হয়।
সমুদ্রের কিনারে দাঁড়িয়ে হাত বাড়ালেই মুক্ত পাওয়া
যায়না মুক্ত থাকে সমুদ্রের জলের অতল গহ্বরে
লাখো ঝিনুকের কোনও একটিতে।
যারা কয়লা খনিতে কাজ করে তারাই জানে
কয়লা মাটির কতটা গভীরে থাকে
আর সেটা তোলা কতটা মৃত্যুর ঝুঁকি।
—————–
রুস্তম আলী
গ্রাম = নজরানা
পোঃ = বাবলতলী
জেলা = মুর্শিদাবাদ
পশ্চিমবঙ্গ
ভারত