জীবন সাপলুডুর কোর্ট: পরীমনি
- আপডেট সময় : ০২:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ৪২১৬ বার পড়া হয়েছে
ছবি: ইন্টারনেট
সকাল-সন্ধ্যা নিজের চরিত্র নতুন ভাবে ফুটিয়ে তুলতে ব্যস্ত থাকা অভিনেত্রী পরী মনির গত কয়েক মাসে জীবনে ঘটেছে ছন্দপতন। যার সঙ্গে অভিনয়ের যোগ নেই বললেই চলে। তাকে পরিচিত হতে হয়েছে কোর্ট-কাছারি, বিচারক, আইনজীবী, হাজিরা, মামলা, রিমান্ড, বাদি-বিবাদি এই শব্দগুলোর সঙ্গে। কখনও থানায় গিয়ে মামলার আকুতি, কখনও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক, পরে গ্রেফতার, কখনও রিমান্ড, আবার কখনও আদালতে হাজিরা দিতে হয়েছে লাস্যময়ী এই চিত্রনায়িকাকে। জীবন সাপলুডুর কোর্ট- পরীমনি তার ফেইসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানিয়েছেন।
বিভিন্ন সময় কারণে-অকারণে পরীমনিকে পরতে হয়েছে সমালোচনার মুখে। নিন্দুকের কথায় কান না দিয়ে রুপালি জগতের ঝলমলে আলোয় নিজেকে আলোকিত করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। জীবনের ঘটে যাওয়া এসব ঘটনায় যদিও এসব নিয়ে খুব বেশি বিচলিত না ডানাকাটা পরী। বরং নিজের সিনেমার কাজেই ধ্যান মগ্ন হয়ে থাকতে পছন্দ করেন তিনি।