সংবাদ শিরোনাম ::
কবিরহাটে করোনায় আক্রান্ত আরও ১৬

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ৩২৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় একজন স্বাস্থকর্মীসহ নতুন করে আরও ১৬জনেরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪জন। এদের মধ্যে ১জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফজলুল হক বাকের অপু।
তিনি বলেন, উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬জন। যার মধ্যে নরোত্তমপুরে ১০, ঘোষবাগে ২, ধানশালিকে ২, সুন্দলপুরে ১ ও বাটইয়া ইউনিয়নে ১জন রোগী রয়েছে। এদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের একজন স্টাফ ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কমিউনিটি হেলথ্ ফোভাইডর রয়েছে। আক্রান্তদের বাড়ী লকডাউন ঘোষণা করে তাদের আইসোলেশনের ব্যবস্থা করা হবে।তাদের সংস্পর্শে আসা বাকীদের নমুনা সংগ্রহ করা হবে।