বেগমগঞ্জে গাঁজা ও ইয়াবা সহ আটক-২

- আপডেট সময় : ০৫:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ২৮৫২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা সহ আটক দুই মাদক কারবারী। শনিবার (১৯ ফেব্রুয়ারী) রাত পৌনে ১১টার সময় নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এর নেতৃত্ত্বে বেগমগঞ্জ থানা এলাকায় ডিবি টিম নোয়াখালী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১কেজি গাঁজা ও ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, চৌমুহনী পৌরসভা করিমপুর ওয়ার্ডের মৃত আবদুল খালেকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৫) একই ওয়ার্ডের মৃত ছেরাজুল হকের ছেলে আবদুর রহমান (৫৫)।
জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।