সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় চোরাই ৩২০০ লিটার তেল জব্দ করল কোষ্ট গার্ড

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১৬৬২৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে ৩ হাজার ২০০ লিটার চোরাই ডিজেল ও পামওয়েল তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গতকাল মঙ্গলবার রাত ১০টার উপজেলার বাংলা বাজার ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে ৬শত লিটার ডিজেল এবং ২৬০০ লিটার চোরাই পামওয়েল জব্দ করে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যান। পরে জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।