ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

ইবনে সিনা নোয়াখালী শাখার শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

 

ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মো. আব্দুজ জাহের বলেন, ইবনে সিনা ট্রাস্ট কোনও দলের নয়, ধর্মের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতীয়তাবাদের নয়; এটি সবার এবং সব দলের প্রতিষ্ঠান।

 

শনিবার (১৬ নভেম্বর) সকালে নোয়াখালীতে নোয়া কনভেনশন সেন্টারে ইবনে সিনা ট্রাস্টের ২৫তম শাখা ‘ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান ও ট্রাস্টের সদস্য (অর্থ) কাজী হারুন-অর-রশিদ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. একেএম সদরুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলেন, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মেশিনারিজ, দক্ষ জনশক্তি, কোয়ালিটি রিপোর্ট, ন্যায্যমূল্য ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ থেকে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী। এই শাখার মাধ্যমে এই অঞ্চলের মানুষে স্বল্প খরচে উন্নত সেবা পাবেন। এ অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য যেন ঢাকামুখি বা বিদেশমুখি হতে না হয় তার জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে সব সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয়েছে।

 

স্বাগত বক্তব্যে ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. একেএম সদরুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান জনগণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে ইবনে সিনা ট্রাস্ট ঢাকা ও ঢাকার বাইরে নতুন নতুন সেবাকেন্দ্র চালু করছে। এ শাখা সবচেয়ে বড় একটি শাখা। অন্যান্য শাখার মতই এ শাখা থেকেও রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন সুবিধা এবং তুলনামূলক কম খরচে সবধরনের ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

 

এসময় তিনি সেবা কার্যক্রম চালু উপলক্ষে ১৬ নভেম্বর থেকে ডিসেম্বর মাসব্যাপী ইবনে সিনা নোয়াখালী শাখায় রোগীদের জন্য ব্রেইন এমআরআই মাত্র ৪০০০ টাকা এবং সিটি স্ক্যান ২০০০ টাকায় করার সুবিধাসহ অন্যান্য সব পরীক্ষা-নিরীক্ষায় ৩৫% ডিসকাউন্ট প্রদান করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সরকারি তুহিন ফারাবী, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডির ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শহীদুল গনি, হাসপাতালের ডিরেক্টর এডমিন মো. আনিসুজ্জামান, জি এম মাসুদ, মো. জাহিদুর রহমান ও মো. নিয়াজ মাখদুম শিবলী এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ঢাকা ও নোয়াখালীর খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ইবনে সিনা নোয়াখালী শাখার শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৮:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

 

ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মো. আব্দুজ জাহের বলেন, ইবনে সিনা ট্রাস্ট কোনও দলের নয়, ধর্মের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতীয়তাবাদের নয়; এটি সবার এবং সব দলের প্রতিষ্ঠান।

 

শনিবার (১৬ নভেম্বর) সকালে নোয়াখালীতে নোয়া কনভেনশন সেন্টারে ইবনে সিনা ট্রাস্টের ২৫তম শাখা ‘ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান ও ট্রাস্টের সদস্য (অর্থ) কাজী হারুন-অর-রশিদ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. একেএম সদরুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলেন, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মেশিনারিজ, দক্ষ জনশক্তি, কোয়ালিটি রিপোর্ট, ন্যায্যমূল্য ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ থেকে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী। এই শাখার মাধ্যমে এই অঞ্চলের মানুষে স্বল্প খরচে উন্নত সেবা পাবেন। এ অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য যেন ঢাকামুখি বা বিদেশমুখি হতে না হয় তার জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে সব সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয়েছে।

 

স্বাগত বক্তব্যে ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. একেএম সদরুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান জনগণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে ইবনে সিনা ট্রাস্ট ঢাকা ও ঢাকার বাইরে নতুন নতুন সেবাকেন্দ্র চালু করছে। এ শাখা সবচেয়ে বড় একটি শাখা। অন্যান্য শাখার মতই এ শাখা থেকেও রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন সুবিধা এবং তুলনামূলক কম খরচে সবধরনের ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

 

এসময় তিনি সেবা কার্যক্রম চালু উপলক্ষে ১৬ নভেম্বর থেকে ডিসেম্বর মাসব্যাপী ইবনে সিনা নোয়াখালী শাখায় রোগীদের জন্য ব্রেইন এমআরআই মাত্র ৪০০০ টাকা এবং সিটি স্ক্যান ২০০০ টাকায় করার সুবিধাসহ অন্যান্য সব পরীক্ষা-নিরীক্ষায় ৩৫% ডিসকাউন্ট প্রদান করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সরকারি তুহিন ফারাবী, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডির ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শহীদুল গনি, হাসপাতালের ডিরেক্টর এডমিন মো. আনিসুজ্জামান, জি এম মাসুদ, মো. জাহিদুর রহমান ও মো. নিয়াজ মাখদুম শিবলী এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ঢাকা ও নোয়াখালীর খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।