সংবাদ শিরোনাম ::
মদীনাতুল উলূম মোহাম্মদিয়া মাদ্রাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
কবিরহাট প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাট উপজেলার আলোচিত দ্বীনি প্রতিষ্ঠান মদীনাতুল উলূম মোহাম্মদিয়া মাদ্রাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড নলুয়া ভূঁইয়ারহাট বাজারে অবস্থিত মাদ্রাসা মসজিদে মোহাম্মদিয়া ছাত্র কাফেলার আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবদুল মান্নানের সঞ্চালানায় মাদ্রাসার মুহতামিম মাওঃ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদ্রাসা প্রতিষ্ঠাতা আবদুস সালাম, কাতার প্রবাসী মাওঃ মামুনুর রশীদ, সাংবাদিক মোঃ আবদুল্যাহ চৌধুরী, মাওঃ সামছল হক, ওবায়দুল হক, অভিভাবক আশ্রাফ হোসেন, আলাউদ্দীন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসা ছাত্রদের নিয়ে হামদ্, ক্বিরাত, বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।