সংবাদ শিরোনাম ::
সুধারামে পনের হাজার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০ ২৬৭৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে পনের হাজার ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে আটককৃত নারী মাদক ব্যবসায়ীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত পারভীন বেগম (৩৫) আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের জালাল আহমেদ কাঞ্চন’র মেয়ে।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজার নামকস্থানে পারভীনের ব্যাগে তল্লাশি চালিয়ে পনের হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি নবীর হোসেন আরও জানান, পারভীন দীর্ঘদিন থেকে আরিফ নামে তার এক মামাসহ জেলার বিভিন্ন স্থানে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।