অপু-জয়ের এক মিনিটের দৃশ্যের জন্য তিন লাখ টাকা!
- আপডেট সময় : ১২:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ২১৮৮ বার পড়া হয়েছে
সম্প্রতি সময়ে নতুন সিনেমায় জুটি বেধেছেন অপু বিশ্বাসের সঙ্গে তরুণ প্রজন্মের আলোচিত নায়ক জয় চৌধুরী। সোলাইমান লেবু ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুরু থেকেই কোনো কিছুর কমতি রাখেননি। বিগ বাজেটের এই সিনেমার মাত্র এক মিনিট ব্যাপ্তির একটি দৃশ্যের জন্য তিন লাখ টাকা পর্যন্ত তিনি ব্যয় করেছেন।
দীর্ঘদিন ধরে এফডিসির ঝরনা শুটিং স্পট অযত্নে পড়ে ছিল। তবে ক্ষণিকের জন্য আবারও আগের জৌলুস ফিরে পেয়েছে স্পটটি। ঝকঝক করছে চারপাশ। সেখান ফুটে আছে সাদা-লাল শাপলা ফুল। কৃত্রিম গাছগুলোতে রঙ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। লাগানো হয়েছে কৃত্রিম ঘাস। থরে থরে সাজানো ফুল। রঙ্গিন আলোয় আলোকসজ্জা করা হয়েছে। দৃষ্টি নন্দন সেট বানিয়েছেন ফরিদ হোসেন।
কোরিওগ্রাফি করছেন এ কে আজাদ। তিনি বলেন, ‘এখানে মাত্র ১ মিনিটের একটি দৃশ্যের জন্য এই সেট বানানো হয়েছে। সব মিলিয়ে আমাদের ৩ লাখ টাকা খরচ হয়েছে সেট বানাতে।’
অপু-জয় ছাড়াও ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় আশিক চৌধুরী-সেতু জুটি অভিনয় করছেন। এছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।