একটানা সন্ধ্যা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম : স্বাস্থ্য সচিব

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

এক দিনে দেশের ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গণটিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে আজ। এ টিকাদান কার্যক্রম বিরতিহীনভাবে সন্ধ্যা পর্যন্ত চলবে। এক কোটির ওপরে টিকা দিতে পারবো বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব লোকমান হাকিম মিয়া। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকা কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

সচিব বলেন, ‘টিকার প্রথম ডেজের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করি, আমরা সে লক্ষ্য অতিক্রম করে আরো বেশি দিতে পারবো।’ প্রথম ডোজের টিকা আজ শেষ না হলে সময় বাড়াবে কিনা? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আজকে লক্ষ্যমাত্রা পূরণ না হলে সময় বাড়ানো হবে কিনা এবিষয়ে সন্ধ্যার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০