নোয়াখালীতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ২৭৫৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
দুই যুগে প্রবেশ উপলক্ষে নোয়াখালীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের পরিচালনায় নোয়াখালী প্রেসক্লাবে এক মনোঘ্য পরিবেশে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয় এ প্রতিষ্ঠা বার্ষিকী।
এসময় নোয়খালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, শাহ এমরান মোঃ সুজন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, কালের কণ্ঠের সামছুল হাছান মীরন, মানব জমিনের নাছির উদ্দীন বাদল, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, প্রথম আলোর মাহবুবুর রহমান, চ্যানেল ২৪ এর সুমন ভৌমিক, চলতি ধারার সম্পাদক এমবি আলম, দিশারীর সম্পাদক আকাশ মোঃ জসিম, ডিবিসির আসাদুজ্জামান কাজল প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, যমুনা টিভির সবুজ, চ্যানেল আই এর শিবলু, দেশ টিভির মাহবুব, সময়ের আলোর মাহবুব, সাংবাদিক আবদুল মোতালেব, নুর রহমান, মোছলেহ উদ্দিন, মোঃ সোহেল, আজাদ, তসলিম শিকদার, ইনজামুল হক আনন্দ, ফয়সল, লেখক ফখরুল ইসলাম সহ অনেকে।
প্রধান অতিথি মেয়র ও বক্তাগণ বাংলাদেশ প্রতিদিনের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা আরও বলেন, এ পত্রিকা আজ সুনামের সাথে দেশের গণ্ডি ছেড়ে বিদেশ থেকেও এক যুগে প্রচার হচ্ছে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় সম্পাদক নঈম নিজামের বলিষ্ঠ ভূমিকায় এই পত্রিকা দিন দিন তৃণমূলে সুনাম ছড়িয়ে পড়ছে।