ফায়ার সার্ভিসে আক্রান্ত ৭৯ জন
- আপডেট সময় : ০৪:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ২৯৯ বার পড়া হয়েছে
ডেস্কঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন নয় জন। বাকি ৭০ জনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
রবিবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্তদের মধ্যে ১৪ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ২০ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, চারজন অধিদপ্তরের অফিস শাখার, আটজন সদরঘাট ফায়ার স্টেশনের, আটজন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ছয়জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ডি.ই.পি.জেট ফায়ার স্টেশনের (সাভার), সাতজন সাভার ফায়ার স্টেশনের, একজন লালবাগ ফায়ার স্টেশনের, একজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুইজন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের চারজন এবং দুইজন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।
আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল, বায়েজিদ ফায়ার স্টেশন, চট্টগ্রাম এবং সদরঘাট ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে এবং একজনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা আক্রান্তদের সকলেই এখনো ভালো আছেন। এদের মধ্যে নয়জনের পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। সদরঘাট ফায়ার স্টেশনের আটজনের মধ্যে সাতজন সুস্থ ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইজনই সুস্থ আছেন। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। তাদের স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।