আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন
- আপডেট সময় : ০৯:৫০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ৭৪৭২ বার পড়া হয়েছে
সারাদেশে বিশেষ টিকা কার্যক্রমের দ্বিতীয় দিন আজ। আগামীকালও চলবে এই কার্যক্রম।
সোমবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে এক দিনে এক কোটি করোনা টিকার ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড। অর্থাৎ গত ২৬-২৮ ফেব্রুয়ারি তিন দিনের গণটিকায় যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা সোমবার থেকে দ্বিতীয় ডোজ টিকা পাবেন। এই কর্মসূচি চলবে ৩০ মার্চ পর্যন্ত।
গত ২৬ ফেব্রুয়ারি যারা করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন, তারা দ্বিতীয় ডোজের টিকা পাবেন। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছিল, একইভাবে দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজের টিকা। এই তিন দিন ১৮ বছর বা তার বেশি বয়সী মানুষ যাদের দ্বিতীয় ডোজ নেয়ার পর চার মাস অতিবাহিত হয়েছে, তারা টিকার এসএমএস না পেলেও কেন্দ্রে গেলে টিকার বুস্টার ডোজ নিতে পারবেন। এ ছাড়া ১২ বছর ও তারও বেশি বয়সী যারা এখনো ১ম ডোজ টিকা গ্রহণ করেনি, তারাও এই কার্যক্রমে ১ম ডোজ নিতে পারবেন।
শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকাপ্রাপ্তদের ১ম ডোজ গ্রহণের দুই মাস পর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে হবে।
১২ বছর বা এর বেশি বয়সী জনগোষ্ঠী যারা এখনো ১ম ডোজের টিকা গ্রহণ করেননি তাদের এ বিশেষ ক্যাম্পইন চলাকালে ১ম ডোজ গ্রহণের সুযোগ রয়েছে। স্থানীয়ভাবে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের কার্যক্রমকে সফল করতে হবে।