ফেনীর মাষ্টারপাড়ায় একসঙ্গেই চির ঘুমে মা-ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ মে, ২০২০

এনকে বার্তা ডেস্ক::

 

ফেনী শহরের মাষ্টারপাড়ার লমি হাজারী বাড়ির পারিবারিক কবরস্থান জান্নাতুল বাকিতে একসঙ্গেই চিরনিদ্রায় শায়িত্ব হয়েছেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মা দেল আফরোজ ও বড় ভাই জসিম উদ্দিন হাজারী। রাত ৯টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।

সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, পিপি হাফেজ আহম্মদ, পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি, বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিম উল্লাহ বি.কম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলন প্রমুখ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক, ব্যবসায়ীক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জসিম উদ্দিন হাজারী (৫৮)।।বুকে ব্যথা অনুভব করলে শনিবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ইন্তেকাল করেছেন। বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির বড় মেয়ের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন দেলআফরোজ বেগম ৮০)।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০