কবিরহাট থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ এর সাথে সাংবাদিক মতবিনিময়
- আপডেট সময় : ০৯:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২ ২৪৪৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
কবিরহাট থানার অফিসার ইনচার্জ পদে সদ্য যোগদানকারী রফিকুল ইসলাম স্থানীয় সাংবাদিক ও কবিরহাট প্রেস ক্লাব এর কর্মকর্তাদের সাথে ৮ এপ্রিল বিকেল ৫ টায় থানার হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সরকারী দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকদের সহোযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় পুলিশ সদস্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, এস আই (নিরস্র) শ্রীকান্ত দাস সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, কবিরহাট প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক এস এম ফারুক হোসেন, মহাসচিব ওনার বক্তব্যে সমাজের বিভিন্ন অসঙ্গতি গুলো তুলে ধরার চেষ্ঠা করেন।
উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কবিরহাট প্রেস ক্লাব ভাইস চেয়ারম্যান রেজাউল করিম,আহসান উল্ল্যাহ, কবিরহাট প্রেস ক্লাব সাবেক সভাপতি কাজী জহুরুল হক, যুগ্ম সম্পাদক নুরুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক অর্জুন ভৌমিক, কবিরহাট প্রেস ক্লাব এর নির্বাহী সদস্য ও নোয়াখালী প্রেস ক্লাব এর সদস্য মোঃ সেলিম, সাংবাদিক ইকবাল হোসেন মজনু, তৌহিদুল আনোয়ার আজিম, প্রেস ক্লাব সদস্য জহিরুল হক জহির, সাংবাদিক মোঃ সাহাব উদ্দিন সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। মতবিনিময় সভা শেষে অফিসার ইনচার্জ এর পক্ষ থেকে সকল সাংবাদিকদের ইফতার ও রাত্রিভোজ করানো হয়। পাশাপাশি প্রেস ক্লাব এর পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা স্বরুপ মুসলমানের হাসি নামক একটি বই উপহার দেওয়া হয়।