ইতিহাসের প্রথমবার মুসল্লি শূন্য শোলাকিয়া ঈদগাহ ময়দান
- আপডেট সময় : ০১:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ৩১৮ বার পড়া হয়েছে
এনকে বার্তা ডেস্ক:::
এ যেন অবিশ্বাস্যকর! কেউ কি কখনো ভেবেছে দুইশো বছরের ইতিহাসে প্রথমবারের মতো মুসল্লি শূন্য থাকবে। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান! আজ ঈদের দিনে সেখানে এমন নির্জনতা দেখে গিয়েছে যা আগে কেউ দেখেনি। সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় এই ঈদগাহ মাঠে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
এবার সেখানে ঈদুল ফিতরের ১৯৩তম ঈদের জামাত কথা ছিলো। প্রতিবছর এই মাঠে দেশের সবচেয়ে বড় ঈদের জামাতে লাখ লাখ মুসল্লি অংশ নেয়। কিন্তু আজ শনিবার সেখানে ছিল কোলাহলহীন শূন্য মাঠ। শুধু শোলাকিয়ায় নয় এবার জেলার কোনো খোলা জায়গায় বা ঈদগাহে ঈদের জামাতের আয়োজন করা হয়নি।
শোলাকিয়ায় ঈদের জামাত না হলেও জেলা শহরে ঐতিহাসিক শহীদী মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা শামসুল ইসলাম। আজ সোমবার সকাল ৮টা ও ৯টায় এ মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিরা নামাজ আদায় করেন।