সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে হতদ্ররিদ্র মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ৭১৪৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নোয়াখালীতে দরিদ্র দেড় হাজার মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এদিকে চাটখিল উপজেলার ১৫৭টি পরিবারের মাঝে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ, চেক ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে ৫৭জনকে নগদ অর্থ ও চেক এবং ১০০জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে জেলা আ.লীগের যুগ্ম আহবায়ক ও মেয়র সহিদ উল্যাহ খান সোহেল জেলা আ.লীগ কার্যালয়ে এসব চাল বিতরণ করেন।
জানা যায়, প্রতি বছর ঈদ-উল-ফিতরের আগে নোয়াখালী পৌর শহরের প্রান্তিক মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। জেলা আ.লীগের যুগ্ম আহবায়ক ও মেয়র সহিদ উল্যাহ খান সোহেল প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব উপহার বিতরণ করেন। প্রতি বছরের মতো এ বছরও আ.লীগ অফিসে চাল বিতরণ করেন তিনি।
এদিকে শনিবার দুপুরে চাটখিল বাজারে একটিভ ফাউন্ডেশন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেন, একটিভ ফাউন্ডেশন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।