নোয়াখালীতে হতদ্ররিদ্র মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

নোয়াখালী প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নোয়াখালীতে দরিদ্র দেড় হাজার মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এদিকে চাটখিল উপজেলার ১৫৭টি পরিবারের মাঝে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ, চেক ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে ৫৭জনকে নগদ অর্থ ও চেক এবং ১০০জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে জেলা আ.লীগের যুগ্ম আহবায়ক ও মেয়র সহিদ উল্যাহ খান সোহেল জেলা আ.লীগ কার্যালয়ে এসব চাল বিতরণ করেন।
জানা যায়, প্রতি বছর ঈদ-উল-ফিতরের আগে নোয়াখালী পৌর শহরের প্রান্তিক মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। জেলা আ.লীগের যুগ্ম আহবায়ক ও মেয়র সহিদ উল্যাহ খান সোহেল প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব উপহার বিতরণ করেন। প্রতি বছরের মতো এ বছরও আ.লীগ অফিসে চাল বিতরণ করেন তিনি।
এদিকে শনিবার দুপুরে চাটখিল বাজারে একটিভ ফাউন্ডেশন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেন, একটিভ ফাউন্ডেশন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১