সংবাদ শিরোনাম ::
প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার-১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ৫১৩৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি আব্দুল মতিন (৩৫) উপজেলার কুলশ্রী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। বুধবার(২৫মে) রাতে পুলিশ তাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে মতিন ওই প্রবাসীর ঘরে ঢুকে জোরপূর্বক তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন আসলে সে পালিয়ে যায়। এ বিষয়ে রাতে ভিকটিম চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে চাটখিল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।