সংবাদ শিরোনাম ::
আগ্নেয়াস্ত্রসহ নোয়াখালীর সুধারামে যুবক গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ৫০৫৪ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ও কার্তুজসহ একজন গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুন) রাত আড়াইটার দিকে সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের পশ্চিম চরমটুয়া থেকে তাকে গ্রেফতার করে সুধারাম মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মো.জসিম উদ্দিন (১৯) ওই গ্রামের হাবিব উল্যাহর বাড়ির মো. হাবিব উল্যাহর ছেলে।
নোয়াখালীপুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চরমটুয়া এলাকার কালা মিয়ার বাড়ীর দক্ষিণ পার্শ্বে কলা মুড়ার ভিতর থেকে মোঃ জসিম উদ্দিনকে ১টি দেশীয় তৈরী এলজি ও ১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।