করোনা আক্রান্তে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর কাউন্সিলরের মৃত্যু
- আপডেট সময় : ০২:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ৩৬২ বার পড়া হয়েছে
এনকে বার্তা ডেস্ক::
করোনা আক্রান্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আবুল আহাদ (৫৯) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, ‘গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন আহাদ। তিনদিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। গতরাতে সিলেট ল্যাবে থেকে প্রাপ্ত ফলাফলে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ায় রাতেই তার বাসায় গিয়ে ওষুধপত্র দিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে সকালে তার মৃত্যু হয়।’
এছাড়া, কাউন্সিলর আহাদ হৃদরোগসহ আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু বলেন, ‘আব্দুল আহাদ বার বার নির্বাচিত কাউন্সিলর। এলাকায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে আহাদ হার্টের রোগী, তার হার্টে রিং লাগানো ছিলো।’
স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।