সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর ২৮রিকশা চালক পেল স্বেচ্ছাসেবকলীগের রেইনকোট
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২ ১৪০৭৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর জেলা শহরের রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ২৮ জন রিকশা চালকের মাঝে রেইনকোট বিতরণের আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী রহমত উল্যাহ ভূইয়ার সৌজন্যে এ রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান শামীম প্রমূখ।