সীমান্ত দাসকে আহবায়ক ও ঋত্বিক চক্রবর্তীকে সদস্য সচিব করে নোয়াখালী ছাত্র ঐক্য পরিষদের কমিটির অনুমোদন
- আপডেট সময় : ০৯:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ১৫০৭৭ বার পড়া হয়েছে
বিধান ভৌমিক :
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবাহক কাজল কুমার দাস ও সদস্য সচিব শিপন বাড়াইক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ আহবায়ক কমিটির বিষয়ে জানানো হয়।
প্রেস বার্তায় জানানো হয়, ৩৩ সদস্য বিশিষ্ঠ এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । এ কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি করারও নির্দেশ প্রদান করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে স্থান পেয়েছে, আহবায়ক সীমান্ত দাস, যুগ্ন আহবায়ক প্রান্ত সাহা, বাঁধন পাল, হ্রদয় চন্দ্র পাল, পুলক পাল, উক্তি পাল, সদস্য সচিব ঋত্বিক চক্রবর্তী, সদস্য সৈকত চন্দ্র দাস, জয় দাস গুপ্ত, প্রিয়ম মজুমদার, জয়ন্তিকা রানী দাস, রজত চক্রবর্তী, অয়ন দাস, তৃষা রানী পাল, শিপন ভৌমিক, উজ্জ্বল সরকার, সাগর চন্দ্র ঘোষ, অনুপম দাস, হ্রদয় শীল, সুব্রত চন্দ্র দাস, অপু কুমার দাস, অভি চক্রবর্তী, টিপু সাহা, রাহুল মজুমদার, অমিত ভট্র, নোবেল চন্দ্র দাস, পিউ পাল, সুকান্ত দাস, উদয় চন্দ্র দাস, অনিক চন্দ্র দাস, অলক দেবনাথ, বিশাল সাহা ও শুভ চন্দ্র দাস।
এ কমিটিকে অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন নোয়াখালী জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্ধ।