শিক্ষামন্ত্রীর ভিডিও বার্তা ভাইরাল
- আপডেট সময় : ০৭:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ৩৩৫ বার পড়া হয়েছে
এনকে বার্তা ডেস্ক::
প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। এর মধ্যে কয়েকটি দেশে এর প্রকোপ ভয়ঙ্কর রূপ নিয়েছে। দেশেও এই ভাইরাসের প্রাদুর্ভাব দিনকে দিন বেরেই চলেছে। এর মধ্যেই এসেছে মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার নিজের ফেসবুক পেজে এই বার্তা দেয়ার সঙ্গে সঙ্গেই সেটা ভাইরাল হয়। নিজ নির্বাচনী এলাকার ভোটার, সহকর্মীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে ঈদ উদযাপিত হচ্ছে। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে যার যার জায়গা থেকে আমরা করোনামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করি।
তিনি বলেন, আমাদের পাশে যারা অসহায় আছেন, যার যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান। দেশকে দ্রুত করোনামুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আহ্বানও জানান তিনি।