সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২২:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ১৪০৯১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৫আগস্ট) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সোমবার মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ ছাড়াও জেলার নয়টি উপজেলায় যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।