মা-বাবার দায়ের করা অভিযোগে এক বছরের কারাদন্ড পেল মাদকসেবী ছেলে
- আপডেট সময় : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ৭৭০২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীল চাটখিলে এক মাদকসেবীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত মো. নাঈম (২৪) উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামের বড় বাড়ির নুর নবীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, নাঈম মাদকাসক্ত হয়ে মাদকদ্রব্য কেনার টাকার জন্য মা-বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই ঘটনায় মা-বাবার অভিযোগের আলোকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুলিশের সহযোগিতায় মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। একই সঙ্গে ১০০টাকা অর্থদন্ড করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।