সংবাদ শিরোনাম ::
চোরাই মোটরসাইকেলসহ চাটখিলে গ্রেফতার-২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ ৫৬৯০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি চোরাই মোটর সাইকেলসহ ২জনকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার দৌলতপুর গ্রামের মুসলিম সাহেবের বাড়ির মৃত আবু আরিফের ছেলে মো. আমির ফয়সাল রাব্বি (২৭) ও সাত্রাপাড়া গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে মো. ইফতেখার নাবিল লিমন (২৪)।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আসামীদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের মূল গেইটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চাটখিল থানায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।