জেলা পরিষদ নির্বাচনে কবিরহাটের জনপ্রতিধিদের সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী পিন্টু
- আপডেট সময় : ১২:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ১৫৭০০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
আসন্ন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কবিরহাট উপজেলার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, মেম্বার, মহিলা ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা মেম্বারদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু।
করিহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে শুক্রবার বাদ আছর কবিরহাট পৌরসভার অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কবিরহাট পৌরসভার ভারপ্রাপ্ত সচিব এনামুল হক আজিমের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের আহবায়ক-সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এইচ এম খাইরুন এনাম চৌধুরী, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক এড: শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যা খান সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান এ একে এম সামছুদ্দিন জেহান, কবিরহাট উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান শামীম, ফখরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা বাবু মিথুন, কবিরহাট পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মো: হানিফ প্রমূখ।
এসময় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, ধানসিঁড়ি ইউপির মো: কামাল খাঁন, চাপরাশীরহাট ইউপির মহিউদ্দিন টিটু, বাটইয়া ইউপির জসিম উদ্দিন শাহীন, ধানশালিক ইউপির মো: সাহাব উদ্দিন সহ অন্যান্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
এসময় বক্তারা আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টুকে চশমা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
উল্লেখ্য নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিত হলেও উচ্চ আদলতের আপিল বিভাগের আদেশের পেক্ষিতে সেই দিন চেয়ারম্যান পদের নির্বাচন হচ্ছেনা নোয়াখালীর জেলা পরিষদ নির্বাচনে। তবে নির্বাচনী সকল নিয়ম মেনে আগামী ১৭ই অক্টোবর নোয়াখালীতে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবর্তীতে আগামী ১৮ই অক্টোবর আদালতের ধায্যকৃত তারিখে উচ্চ আদালতের শুনানী শেষে আদালত কর্তৃক দেওয়া তারিখে অনুষ্ঠিত হবে নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচন।