আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ সুধারামে গ্রেপ্তার-২
- আপডেট সময় : ০২:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ২২৩০৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র ও ৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের বেলালের ছেলে মো. মনির (২৪) ও একই ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার লেদু বেপারীর ছেলে মো. রিয়াজ (২৫)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর গ্রামের আব্দুস শহীদের বসত বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র ও ৬০পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। ওই সময় বাড়ির মালিক আব্দুস সহীদ কৌশলে পালিয়ে যায়। শহীদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।