সুধারামে শপিং ব্যাগে মিলল ইয়াবা, গ্রেফতার-১
- আপডেট সময় : ০৩:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ৬২২২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলা থেকে ২০৫০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শাহাদাত ইসলাম রবিন (২৬) উপজেলার নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকার ছাদেক আলী পাটোয়ারী বাড়ির আব্দুর রহিমের ছেলে।
সোমবার (৩১অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানার একদল পুলিশ নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যম করিমপুর গ্রামের সাদেক আলী পাটোয়ারী বাড়ির রহিমের ঘরের সামনে অভিযান চালিয়ে মাদক কারবারি রবিনকে আটক করে। পরে তার হাতে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশি করে ২০৫০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য-৬ লক্ষ ১৫ হাজার টাকা।
এসপি আরো বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।