ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

চাটখিলে আ.লীগের কমিটি ঘোষণার পরই সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ৭৪০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটির পদ ঘোষণার পর পরই পদ বঞ্চিত নেতার অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় এক সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৬ জন আহত হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকালে চাটখিল উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, র্দীঘ ১০ বছর পর রোববার সকালে উপজেলার পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। বিকালে নতুন কমিটি ঘোষণার উদ্দেশে উপজেলা পরিষদ ভবনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। ওই বৈঠকে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে নতুন সভাপতি, নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ সময় সিলেকশনে নতুন কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদপ্রত্যাশী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভোটাভুটির দাবিতে উপজেলা চত্বরে পদপ্রাপ্ত ও প্রত্যাশীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষকারীরা কয়েকটি ককটেরে বিস্ফোরণ ও কাউন্সিল অধিবেশনের হল রুমে ব্যাপক চেয়ার ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে একজন পুলিশ ও ছবি ধারণ করতে গিয়ে হামলার শিকার হন এক সংবাদ কর্মি, ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা ও মোবাইল ফোন। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিকবার লাঠিচার্জ করে পুলিশ। এতে উভয় পক্ষের অন্তত ৬জন আহত হয়।

 

এ বিষয়ে জানতে নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিনের মুঠোফোনে কলা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

 

উল্লেখ্য, সম্মেলনের প্রথম অধিবেশনে চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন, নোয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, শহীদ উল্যাহ খাঁন সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাটখিলে আ.লীগের কমিটি ঘোষণার পরই সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

আপডেট সময় : ০৯:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটির পদ ঘোষণার পর পরই পদ বঞ্চিত নেতার অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় এক সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৬ জন আহত হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকালে চাটখিল উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, র্দীঘ ১০ বছর পর রোববার সকালে উপজেলার পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। বিকালে নতুন কমিটি ঘোষণার উদ্দেশে উপজেলা পরিষদ ভবনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। ওই বৈঠকে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে নতুন সভাপতি, নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ সময় সিলেকশনে নতুন কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদপ্রত্যাশী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভোটাভুটির দাবিতে উপজেলা চত্বরে পদপ্রাপ্ত ও প্রত্যাশীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষকারীরা কয়েকটি ককটেরে বিস্ফোরণ ও কাউন্সিল অধিবেশনের হল রুমে ব্যাপক চেয়ার ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে একজন পুলিশ ও ছবি ধারণ করতে গিয়ে হামলার শিকার হন এক সংবাদ কর্মি, ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা ও মোবাইল ফোন। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিকবার লাঠিচার্জ করে পুলিশ। এতে উভয় পক্ষের অন্তত ৬জন আহত হয়।

 

এ বিষয়ে জানতে নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিনের মুঠোফোনে কলা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

 

উল্লেখ্য, সম্মেলনের প্রথম অধিবেশনে চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন, নোয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, শহীদ উল্যাহ খাঁন সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমূখ।