কবিরহাট নবারুণের ৫০বছর পূর্তিতে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৭:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ২৮৭৭৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
৫০ বছর ধরে নিরবচ্ছিন্ন জনসেবায় নিয়োজিত নবারুণ। নোয়াখালী কবিরহাটে নবারুণের ৫০বছর পূতিতে গুনিজন সম্মাননা সহ বেশ কয়েকটি মানবিক কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলেক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলার কবিরহাট বাজারের হাজী ইদ্রিস পৌর সুপার মার্কেটের ২য় তলায় নিজেস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নবারুন কর্তৃপক্ষ।
এসময় নবারুণের সহসভাপতি শামসুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরীর যৌথ উপস্থাপনায় নবারুণের ৫০বছর পূর্তিতে তাদের গৃহিত কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
কর্মসূচি গুলো হচ্ছে ১০ গুণিজন সম্মাননা ও ক্রেস্ট প্রদান। ১৬ ডিসেম্বর ২০২২ (শুক্রবার) সকাল ৯টায়: র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ। সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। কবিরহাট সরকারি কলেজ মাঠে বেলা ১১ টায় স্বেচ্চায় রক্ত দান কর্মসূচী। সকাল ১০টায় কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ছোটদের চিত্রাংকন ও হস্তলেখা প্রতিযোগিতা ১১টায় পুরুষ, মহিলা ও বাচ্ছাদের ক্রীড়া প্রতিযোগিতা। বিকাল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ (নবারুণ বনাম নবোদয়)। ১৭ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬ টায় কবিরহাট সরকারি কলেজ মাঠে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।
এসময় নবারুণের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, সদস্য আনোয়ার হোসেন মিলন, দৈনিক সোনালী বার্তার প্রতিবেদক এসএম ফারুক হোসেন, ইত্তেফাক প্রতিনিধি জাফর উল্যা পলাশ, ইনকিলাব প্রতিনিধ আবু তোহা, নোয়াখালী প্রতিদিন নির্বাহী সম্পাদক বিধান ভৌমিক, মানব জমিন প্রতিনিধি জহুরুল হক জহির, জাতীয় নিশানের স্টাফ রিপোর্টার নুর রহমান, আজকালের খবর প্রতিনিধি মো: সেলিম, আমাদের সময় প্রতিনিধি নুর আলম বিপ্লব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।