ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক অটোরিকশা সংঘর্ষে চালক সহ নিহত২
- আপডেট সময় : ০৮:২৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ ১৫০২৮ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলায় শেরপুর-ময়মনসিংহ সড়কের গোপালপুর খামার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলার ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের সোহাগ মণ্ডল এবং সিএনজিচালিত অটোরিকশাচালক ইমাদপুর গ্রামের হাফিজুল ইসলাম।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। গোপালপুর খামার বাজারে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
ওসি আবুল খায়ের জানান, মরদেহ মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।