স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যেগে নোয়াখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন
- আপডেট সময় : ০১:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ২০০৯৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যেগে নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
এ কার্যক্রমের শুভ উদ্বোধন ও সার্বিক তত্ত্বাবধান করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত।
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন আয়োজন সম্পর্কে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইর নির্দেশনা মোতাবেক আমরা নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন শুরু করেছি এবং পর্যায়ক্রমে পুরো নোয়াখালী জেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে এ আয়োজনকে সফল করার জন্য নোয়াখালী জেলা এবং নোয়াখালী পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে তিনি ধন্যবাদ জানান এবং একি সাথে সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।