ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

সাইফিয়া দরবার শরীফে ৩ দিনের সুন্নী এস্তেমার প্রস্তুতি সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৮১৩১ বার পড়া হয়েছে

সাইফিয়া দরবার শরীফে ৩ দিনের সুন্নী এস্তেমার প্রস্তুতি সম্পন্ন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

 

 

সাইফিয়া দরবার শরীফ, লক্ষীপুরে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনের সুন্নী এস্তেমা। এরই মধ্যে মুল প্যান্ডেল, মঞ্চ, প্রধান ফটক সজ্জা সহ যাবতী প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন এস্তেমা আয়োজক আঞ্জুমান জাকেরিন মুজাহিদ কেন্দ্রীয় পরিষদ।

 

আগামি ২৬, ২৭ এবং ২৮ জানুয়ারী বৃহস্পতি শুক্র ও শনিবার লক্ষীপুর জেলার চর রমনীমোহন ইউনিয়নের অর্ন্তগত মজু চৌধুরী ঘাট সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত সাইফিয়া দরবার প্রাঙ্গণে এস্তেমা অনুষ্ঠিত হবে।

 

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল শাহসূফী মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী (রহ.) প্রবর্তিত রাসূল প্রেমের মহাসমাবেশ পবিত্র সুন্নী এস্তেমা ২০২৩ কে ঘিরে চলছে ব্যাপক দাওয়াত কার্য । এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এস্তেমায় যোগ দিতে আসতে শুরু করেছে সাইফিয়া দরবার শরীফের ভক্ত আশেকান ধর্মপ্রাণ মুসলমানগন।

 

তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য সুন্নী এস্তেমায় আত্মশুদ্ধিতার জন্য ঈমান আমল ও আকিদা বিষয়ে মুল্যবান বয়ান পেশ করবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন।

 

এস্তেমায় মূল বয়ান পেশ করবেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর বর্তমান পীর সাহেব হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি।

 

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুস্বরণ প্রশিক্ষণ, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার এবং যাবতীয় উপকরণ বন্টন সহ সকল কার্যক্রমের প্রায় ৮০ ভাগ শেষ করেছে দরবার শরীফ কতৃপক্ষ।

 

উল্লখ্য, দীর্ঘ কয়েক বছর ধরে জানুয়ারী মাসের শেষ সপ্তাহে সাইফিয়া দরবার শরীফ এ এস্তেমা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরমত এবারও প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে জানা য়ায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সাইফিয়া দরবার শরীফে ৩ দিনের সুন্নী এস্তেমার প্রস্তুতি সম্পন্ন

আপডেট সময় : ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩

নোয়াখালী প্রতিনিধিঃ

 

 

সাইফিয়া দরবার শরীফ, লক্ষীপুরে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনের সুন্নী এস্তেমা। এরই মধ্যে মুল প্যান্ডেল, মঞ্চ, প্রধান ফটক সজ্জা সহ যাবতী প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন এস্তেমা আয়োজক আঞ্জুমান জাকেরিন মুজাহিদ কেন্দ্রীয় পরিষদ।

 

আগামি ২৬, ২৭ এবং ২৮ জানুয়ারী বৃহস্পতি শুক্র ও শনিবার লক্ষীপুর জেলার চর রমনীমোহন ইউনিয়নের অর্ন্তগত মজু চৌধুরী ঘাট সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত সাইফিয়া দরবার প্রাঙ্গণে এস্তেমা অনুষ্ঠিত হবে।

 

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল শাহসূফী মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী (রহ.) প্রবর্তিত রাসূল প্রেমের মহাসমাবেশ পবিত্র সুন্নী এস্তেমা ২০২৩ কে ঘিরে চলছে ব্যাপক দাওয়াত কার্য । এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এস্তেমায় যোগ দিতে আসতে শুরু করেছে সাইফিয়া দরবার শরীফের ভক্ত আশেকান ধর্মপ্রাণ মুসলমানগন।

 

তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য সুন্নী এস্তেমায় আত্মশুদ্ধিতার জন্য ঈমান আমল ও আকিদা বিষয়ে মুল্যবান বয়ান পেশ করবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন।

 

এস্তেমায় মূল বয়ান পেশ করবেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর বর্তমান পীর সাহেব হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি।

 

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুস্বরণ প্রশিক্ষণ, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার এবং যাবতীয় উপকরণ বন্টন সহ সকল কার্যক্রমের প্রায় ৮০ ভাগ শেষ করেছে দরবার শরীফ কতৃপক্ষ।

 

উল্লখ্য, দীর্ঘ কয়েক বছর ধরে জানুয়ারী মাসের শেষ সপ্তাহে সাইফিয়া দরবার শরীফ এ এস্তেমা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরমত এবারও প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে জানা য়ায়।