কবিরহাটে দিনব্যাপী অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৩৭৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ও কবিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায় এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ইউপি সদস্য, সাংবাদিক ও সুশিল সমাজের নের্তৃবৃন্দ।
এসময় বক্তরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, তিনি ও তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ যেভাবে দেশের অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছেন, সেভাবে আমাদের দেশের মানুষ অটিজম শিশুদের নিয়ে আর চিন্তা করা লাগেনা।