সুবর্ণচরে রাক্ষসে ট্রাক্টর কেড়ে নিল শিশু কন্যার প্রাণ
- আপডেট সময় : ০৯:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১৩৮৪০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে সড়ক পার হতে গিয়ে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় ইসমত তারা আলেয়া নামের (৯) বছর বয়সি এক শিশু কন্যা নিহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি পুলিশ আটক করতে পারলেও পালিয়েছে চালক।
নিহত ইসমত তারা আলেয়া চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের নীরব হোসেনের মেয়ে। সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে থানারহাট-আল আমিন বাজার সড়কের মন্তাজ আলী সড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পাশ^বর্তী একটি দোকানে যাচ্ছিলো ইসমত তারা। বাড়ির সামনে দিয়ে থানারহাট-আল আমিন বাজার সড়কটি পার হতে গিয়ে দৌঁড় দেয় ইসমত। এসময় থানার হাট থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির পাওয়ার টিলার ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সড়কের একপাশ থেকে অন্যপাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় ইসমত। ঘটনার পরপর দ্রুত পালিয়ে যায় চালক।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।