পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৮ মার্চ, ২০২৩
পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজেস্ব প্রতিবেদক:

 

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পলিত হয়েছে।

বুধবার (৮মার্চ) সকাল ১০.৩০ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে পঞ্চগড় জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।

 

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বলেন, নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে। নারীরা যাতে পুরুষের সাথে সমান তালে সর্বক্ষেত্রে এগিয়ে আসতে পারে সে ব্যাপারে পুরুষকে সহযোগিতা করার আহ্বান জানান। নারী যাতে সম্পত্তিতে ন্যায্য অধিকার পায় সে ব্যাপারে নারী-পুরুষ উভয়কে এগিয়ে আসতে বলেন। তিনি আরও গত দশ বছরে পাবলিক পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। মেয়েদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।

 

জেলা পরিষদ সদস্য আক্তারুন নাহার সাকি এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক ওয়াহিদুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার মনিরা পারভীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সরকার প্রমুখ।

 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লীসমাজ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০