সেনবাগে সকালে করোনা শনাক্ত, রাতেই বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৯ মে, ২০২০

নোয়াখালী প্রতিনিধি::

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল মান্নান মনু (৬১) নামের এক ব্যক্তি মারা গেছেন। আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে হোম আইসোলেশনে আছেন তার ছেলে (২৮)।

শুক্রবার বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান।

তিনি বলেন, করোনা উপসর্গ থাকায় গত ২৬ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান পূর্ব ছাতারপাইয়া গ্রামের বাসিন্দা মান্নান ও তার ছেলে। পরবর্তীতে তাদের নমুনা পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়। ২৮ মে সকালে আসা নমুনা তাদের ২জনের করোনা শনাক্ত হয়। হোম আইসোলেশনে থাকা অবস্থায় ওই রাতেই তিনি মারা যান। আক্রান্ত উনার ছেলে বর্তমানে নিজ বাড়ীতে হোম আইসোলেশনে আছেন। এনিয়ে উপজেলায় করোনায় মারা গেছেন ২জন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০