আরব আমিরাতে সোনাগাজী জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আলোচনা ও ইফতার
- আপডেট সময় : ১২:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ৪৫২১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে সংযুক্ত আরব আমিরাত সোনাগাজী জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম।
বৃহস্পতিবার (৩০ মার্চ) আবুধাবির সেন্ট মেরিন রেঁস্তোরার হলরুমে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনাগাজী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ইলিয়াস ভূঁইয়ার সভাপত্বিতে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুর হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাত স্বেচ্চাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, ফেনী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক হেদায়েতুল্লাহ রনি প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে আর কোনো প্রহসনের জাতীয় নির্বাচন বাংলার মানুষ মানবে না বলে মন্তব্য করেন। জেল-জুলুম-গুম-খুনের মধ্য দিয়ে বাংলার মানুষকে আর দাবিয়ে রাখা যাবে না। আমাদের দাবি একটাই, তা হচ্ছে বেগম জিয়ার মুক্তি।