মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন
- আপডেট সময় : ০৭:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে
বেগমগঞ্জ প্রতিনিধি:
সামাজিক ও মানবিক সংগঠন, অরাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিবাদী কন্ঠের উদ্দোগে অসহায়, দু:স্থ, গরীব মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কলিম উল্লাহ মৌলভী সাহেবের বাড়ির সামনে অবস্থিত প্রধান কার্যালয়ে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
প্রবাসী, ব্যবসায়ী, মানবিক সংগঠন ও উক্ত সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী গুলো দেওয়া হয়।
অসহায়, দু:স্থ, গরীব মানুষেরা এই ঈদ সামগ্রী গুলো পেয়ে খুবিই আনন্দিত প্রকাশ করে। পাশাপাশি যারা এই মহতি কাজ গুলোর সাথে সম্পৃক্ত তাদের কে আরো এমন কাজ করার আহবান জানান সবাই।
এই সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোহাম্মদ মন্টু, মোহাম্মদ কবির হোসেন, প্রতিবাদী কন্ঠের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ আজিম মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ উদ্দিন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক আজিজ আহমেদ, আজীবন সদস্য মোহাম্মদ রোহান সহ আরো অনেকে।