সুবর্ণচরে যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ জুন, ২০২৩
সুবর্ণচরে যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নোয়াখালী প্রতিনিধিঃ

 

নোয়াখালী সুবর্ণচরে উৎসব মূখর পরিবেশে দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

 

৬ জুন রাত ৯ টায় চরজব্বর থানা মোড়ে অবস্থিত সুবর্ণচর প্রেসক্লাব কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

যায়যায়দিন পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল বারি বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার হাট কলেজের অধ্যক্ষ ইয়াছিন আলী, সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ক্বারি আব্দুল মান্নান, হাজি লাল মিয়া মহাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি ফিরোজ শাহ, নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম ফারুকী।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুবর্ণচর প্রেসক্লাব সভাপতি কামাল চৌধুরী, দৈনিক বাংলা ৭১ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন সুমন, আজকের পত্রিকার সুবর্নচর প্রতিনিধি মোজাহিদুল ইসলাম সোহেল, সাংবাদিক মোঃ হারুন, মোঃ আরিফ সবুজ প্রমূখ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল বাসার, আরিফুর রহমান, মোঃ ছানা উল্যাহ, মোঃ রেদোয়ান, মোস্তফা রাসেল, মোঃ হাসানসহ অনেকে।

 

বক্তারা বলেন, ১৯৮৪ সাল থেকে সফিক রেহমানের হাত ধরে হাটি হাটি পা পা করে সাপ্তাহিক থেকে দৈনিক হয়ে ১৮ বছর পার করলো, গ্রামের সংবাদে গুরুত্ব বেশী দেয়ায় পত্রিকাটি পাঠকের মন জয় করতে পেরেছে। অপরাধিদের রক্ষ চোক্ষু উপেক্ষা করে অনিয়ম, দূর্ণিতী, সম্বাবনা, জনদূর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষিসহ সকল বিভাগের সংবাদ প্রকাশে পত্রিকাটি কাজ করে যাচ্ছে, অনলাইনেও পত্রিকাটি পাঠক প্রিয় হয়েছে খুব কম সময়ে।

 

পরে অতিথিরা কেক কেটে যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০