ইসলামী ছাত্রসেনা নোয়াখালী জেলার কাউন্সিল সম্পন্ন
- আপডেট সময় : ১০:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৮৯০৪ বার পড়া হয়েছে
রাসেদ বিল্লাহ চিশতিঃ
ইসলামী ছাত্রসেনা নোয়াখালী জেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। (১০ জুন) শনিবার, সকাল ১০ টায় নোয়াখালী জেলা শহরে শামপুরী খানকা শরীফে অনুৃষ্ঠিত ইসলামী ছাত্রসেনা নোয়াখালী জেলার কাউন্সিল অধিবেশনে ইসলামী ছাত্রসেনা জেলা সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মুহাম্মদ ইসরাফিল হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নোয়াখালী জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ শামছুদ্দোহা।
কাউন্সিল উদ্বোধক ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন নয়ন। বিশেষ অতিথি ছিলেন, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাও: মোঃ মনিরুজ্জামান জিহাদী, জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল আলিম, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ জেলার আহবায়ক মুহাম্মদ মোরশেদ আলম।
প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ছাত্রনেতা মোঃ ফরিদুল হক, নির্বাচন কমিশনার ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা এম. রাশেদুল ইসলাম রাসেল, বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, হাফেজ মহিউদ্দিন হৃদয়, হাফেজ ইসমাইল হোসেন, মোঃ রাসেল, মোঃ মাকসুদ, সিয়াম, মোঃ নুর নবীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
কাউন্সিলে মুহাম্মদ ইসরাফিল হাবিবকে সভাপতি, হাফেজ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ মহিউদ্দিন হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করে ইসলামী ছাত্রসেনা নোয়াখালী জেলা কার্যকরী পরিষদ ২০২৩-২৪ ইং ঘোষণা করা হয়।