শিরোনাম:
এক ভাইকে বাঁচাতে আরেক ভাই পানিতে, ডুবে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু তাপপ্রবাহে অতিষ্ট হয়ে জমিতে অজ্ঞান কৃষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নতুন গ্যাস কূপের খনন কার্যক্রমের উদ্বোধন কবিরহাট পৌরসভার উপনির্বাচনে ১৭১ ভোটের ব্যাবধানে তিনবারের প্রার্থীর জয় হিটস্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল নোয়াখালীর ১৮ শিক্ষার্থী স্যালোয়ারে লুকানো ইয়াবা, গ্রেফতার মাদককারবারি গৃহবধূ প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায়, গ্রেফতার যুবক বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, উদ্ধার ১১, নিখোঁজ-১ নাবিক হাতিয়ায় বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি, সাগরে ভাসছে ১২ নাবিক

পেঁপে চাষে সফলতার মুখ দেখছেন সুবর্ণচরের অলি উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
পেঁপে চাষে সফলতার মুখ দেখছেন সুবর্ণচরের অলি উদ্দিন

নোয়াখালী প্রতিনিধি:

 

পেঁপে চাষে সফল হওয়ার প্রত্যাশা করছেন অলি উদ্দিন। তিনি গ্রীন লেডি ও টপ লেডি জাতের পেঁপেসহ একাধিক জাতের পেঁপে চাষ শুরু করছেন। ইতি মধ্যে ফল ধরতে শুরু করেছে প্রায় গাছেই। ৪-৬ ফুট উচ্চতার গাছ গুলোতে থোকায় থোকায় ঝুলে আছে সবুজ রঙের অসংখ্য পেঁপে। আবহাওয়া ঠিক থাকলে পেঁপের ভালো ফলন হওয়ার আশা করছেন তিনি। শুধু পেঁপেই নয় পুকুরে মাছ চাষ, পুকুরের দুপাশে মাছা করে জিঙ্গে সসিন্ধা এবং লাউয়ের ঝাঁকও করেছেন। তবে এখনো ছোট সেসব সবজির গাছ।

পরিকল্পিত ভাবে এমন পেঁপে চাষের সংবাদ পেয়ে ১২ জুন (সোমবার) অলি উদ্দিনের প্রজেক্ট পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ। এসময় সাথে ছিলেন অন্যান্য কর্মকর্তারাও।

জানা যায়, সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রাস্তার পাশে মাছ চাষের জন্য ৯ একর জমির ওপর ১০ টি পুকুর খনন করেন। পরবর্তিতে তিনি মাছ চাষ শুরু করেন গত বছর ২০২২ সালে। শখের বশে পেঁপে গাছ লাগান তিনি। কয়েকটি পেঁপে গাছে ভালো ফলন হওয়ায় এ বছর তিনি ৫০০ শত পেঁপের চারা রোপন করেন। সব কিছু ঠিক থাকলে প্রায় ৫ লক্ষ টাকা লাভ হবে বলে আশা প্রকাশ করেন অলি উদ্দিন।

 

অলি উদ্দিন হাওলাদার বলেন, আমি এটি করেছি বেকার যুবকতের উৎসাহ দেয়ার জন্য। সকলে যদি নিজ নিজ জমিতে, বাড়ীর আঙ্গিনায় এবং ছাঁদ বাগানে এধরনের সবজি চাষ করেন খাদ্যে সয়ং সম্পূর্ণ হবে বাংলাদেশ। সেই সাথে কিছুটা কমবে দ্রব্যমূল্যের উর্ধগতিও।

 

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ হারুন অর রশিদ বলেন, অলি উদ্দিন হাওলাদারের বিভিন্ন সবজি চাষে সফলতা আমরা পরিদর্শন করেছি, তিনি সুন্দর করে পরিকল্পতি ভাবে পেঁপে চাষ করেছেন, পাশাপাশি অন্যন্য সবজিও চাষ করেছেন। তাঁর চাষ করা পেঁপেগুলো আকারে বেশ বড় হবে বলে মনে করছি। সুবর্ণচরের আবহাওয়ায় পেঁপেসহ অন্যান্য সবজি আবাদে বেশ উপযোগী, এখানে চাষিরা অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপের চাষ করে থাকেন। কৃষি বিভাগ তাদের সব ধরনের সহযোগীতা করে আসছে। এবং যে কোন পরামর্শে কৃষি বিভাগ তাদের পাশে থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১